শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ-এর নবাগত অধ্যক্ষ
প্রফেসর মোঃ ইদ্রিস আলী (০০৯৭৫১)
বিসিএস (সাধারণ শিক্ষা)
ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ-এর অধ্যক্ষ পদে যোগদান করলেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা প্রফেসর মোঃ ইদ্রিস আলী। তিনি ০১ অক্টোবর ২০১৯ খ্রি. তারিখে অধ্যক্ষ পদে যোগ দেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ জানিয়ে তিনি দিনের কার্যক্রম শুরু করেন। তিনি ২০০০ সালে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছিলেন। আন্তর্জাতিক মানের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমির সাবেক প্লাটুন কমান্ডার প্রফেসর মোঃ ইদ্রিস আলী বি.এম.এ কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের অনন্য স্থাপনা ‘স্বাধীনতা মানচিত্র’ এর একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির লাইব্রেরিতে স্থাপিত ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ এর পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। (সংক্ষিপ্ত)